১৪ বছর পর অক্ষয়-প্রিয়দর্শন ‍জুটি, আসছে ‘ভূত বাংলা’

৯ সেপ্টেম্বর বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের জন্মদিন। জন্মদিনে নিজের সিনেমার খবর প্রকাশ এখন রীতিমতো ট্রেন্ড হয়ে গেছে। অক্ষয় কুমারও এর ব্যতিক্রম নন। এবারও নিজের জন্মদিনে ভক্তদের দিলেন সুসংবাদ।

দীর্ঘ ১৪ বছর পর কমেডি কিং প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করতে যাচ্ছেন খিলাড়ি। যে সংবাদ একটি পোস্টারের মাধ্যমে প্রকাশ করলেন অক্ষয়।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন বলিউড খিলাড়ি। রহস্যের ইঙ্গিত রয়েছে সেই ছবিতে।

আসলে এটি মুলত একটি ‘মোশন পোস্টার’। সেখানে প্রথমেই দেখা যায় একটি কালো বিড়ালের লেজ। তার পর অক্ষয়ের আবির্ভাব, হাতে এক বাটি দুধ। সে দিকে জিভ বাড়িয়ে রেখেছেন তিনি।

কিন্তু কালো বিড়ালটি ঠিক তাঁর কাঁধের উপর, নায়কের এমন লোভ মোটেও ভাল চোখে দেখছে না বিড়ালটি!

 

5

জন্মদিনে পোস্টারটি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে অক্ষয় লিখেছেন, “বছরের পর বছর আপনারা আমার জন্মদিনে যে ভাবে ভালোবাসা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ। এ বছরের জন্মদিন উদযাপন করছি আসন্ন সিনেমা ‘ভূত বাংলা’র প্রথম ঝলক শেয়ার করে। প্রায় ১৪ বছর পর প্রিয়দর্শনের সঙ্গে আবার কাজ করার জন্য আমি উৎসাহিত। দীর্ঘ অপেক্ষার পর শুরু হচ্ছে এই স্বপ্নের সিনেমা। আপনাদের সঙ্গে এই সফরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আমার আর তর সইছে না।

জাদু কেমন হয়, তা জানার জন্য সঙ্গে থাকুন।”

 

বলিউডে অক্ষয়-প্রিয়দর্শন জুটির কমেডি ঘরানার সিনেমা সর্বাধিক জনপ্রিয়। ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’, ‘ভুল ভুলাইয়া’, ‘ভাগাম ভাগ’, ‘দে দানা দান’-এর মতো ভরপুর কমেডি সিনেমা উপহার দিয়েছেন নির্মাতা-অভিনেতা এই জুটি। ২০১০ সালে সর্বশেষ প্রিয়দর্শনের ‘খাট্টা-মিঠা’ সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয়। গত কয়েক বছরে প্রিয়দর্শনের হিন্দি সিনেমাও খুব একটা দেখা যায়নি। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘রংরেজ’ এবং ২০২১ সালে ‘হাঙ্গামা ২’। ২০২৫ সালে মুক্তি পেতে পারে অক্ষয়ের সঙ্গে তার চলচ্চিত্র ‘ভূত বাংলা’। বোঝাই যাচ্ছে এতে থাকবে ভয়ের আবহ। কিন্তু মোশন পোস্টারে অক্ষয়ের অভিব্যক্তি ইঙ্গিত দিচ্ছে, এ সিনেমার আনাচকানাচে খেলা করবে হাস্যরস। তবে অক্ষয়ের সঙ্গে আর কোন কোন তারকা থাকছেন, তা এখনও প্রকাশ করা হয়নি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন