জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলেও বিপরীত চিত্র দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে তারা। সবশেষ হারটি আবার ঘরের মাঠে। গতকাল লিভারপুলের কাছে ৩-০ গোলেই বিধ্বস্ত হয়েছে ম্যানইউ।
এমন হারের পর তাই স্বাভাবিকভাবেই সমালোচনা হচ্ছে কোচ এরিক টেন হাগের। সঙ্গে সবশেষ মৌসুমের বাজে পারফরম্যান্সের প্রভাব তো আছেই। ম্যাচ শেষে তার কাছে ফল সম্পর্কে জানতে চাওয়া হলে বিরক্ত হয়ে ম্যানইউ কোচ জানান, তিনি হ্যারি পটার নই।
সংবাদমাধ্যমকে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে জনপ্রিয় কাল্পনিক চরিত্র হ্যারি পটারকে টেনে আনেন টেন হাগ।
তিনি বুঝাতে চাইছেন হ্যারির মতো চাইলেই জাদুবলে ম্যাচের পারফরম্যান্স নিজেদের পক্ষে আনতে পারেন না। তিন বলেন,‘আমি হ্যারি পটার নই। আপনাদের এটা বুঝতে হবে। এই মৌসুমে তিন জন খেলোয়াড় প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছে।
’
দলের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে বলে বোঝাতে চেয়েছেন টেন হাগ। তাই সমর্থকদের ধৈর্য ধরতে হবে। শুরুটা ভালো না হলেও মৌসুম শেষে তার দল শিরোপা জিতবে বলে এমন বিশ্বাস তার। ডাচ কোচ বলেছেন,‘ মৌসুমের তৃতীয় ম্যাচ এটি। এটা নিয়ে অনেকবারই ব্যাখ্যা করেছি যে, আমাদের নতুন একটা দল গঠন করতে হচ্ছে।
আমরা ভালো করব এবং এটা পরিস্কার যে আমাদের উন্নতি করতে হবে। খুবই আত্মবিশ্বাসই যে, মৌসুম শেষে আরেকটি ট্রফি জয়ের বড় সুযোগ পাবো আমরা।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন