জিবিনিউজ 24 ডেস্ক //
ভারতীয় টেলিভিশনের ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’র মিষ্টি মেয়েটি আজ সোশ্যাল মিডিয়ার হটকেক। নিজের স্বাস্থ্য নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। একদিকে শরীরচর্চা আর অন্যদিকে কড়া ডায়েটিং- এ দুইয়ে তিনি হয়ে উঠেছেন আরো বেশি আকর্ষনীয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেই নেটদুনিয়ার হট সেনসেশন হয়েছেন ঋতাভরী। হলুদ লেহেঙ্গা, কপালে বড় টিকলি, হাত ভর্তি চুড়িতে যেন লাস্যময়ী অভিনেত্রী। সেই ছবিতেই চোখ আটকে ভক্তদের। শরীরী বিহঙ্গ আর চোখের জাঁদুতেই কাত হয়েছে হাজারো পুরুষ।
হলুদ রঙের লেহেঙ্গায় ‘আফরিন আফরিন’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে অভিনেত্রীকে। তার এই আদা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। মুহূর্তের মধ্যে লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।
২২ লক্ষের বেশি ভিউ হয়েছে ভিডিওতে। লাস্যময়ীকে এ অবতারে দেখলে নিজেকে ঠিক রাখা সত্যিই কঠিন, তা কমেন্টেই জানিয়েছেন ভক্তরা। একের পর এক সাড়া জাগানো ছবি দিয়ে রাতের ঘুম কাড়ছেন এই বঙ্গ ললনা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন