বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। চিঠিতে দুই দেশের সম্পর্ক উন্নত করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে শেহবাজ শরিফ বলেন, ‘আমার বিশ্বাস, এখন আমরা আমাদের দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক সম্পর্ককে আরো ব্যাপক ও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের কাজ শুরু করতে পারি।
দক্ষিণ এশিয়ার জনগণের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি খুবই প্রয়োজন।’
পাকিস্তানের বর্তমান সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় বলেও চিঠিতে উল্লেখ করেছেন শেহবাজ। এ প্রসঙ্গে চিঠিতে তিনি বলেন, ‘আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে একটি দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই। এমন সম্পর্ক, যা আমাদের দুই দেশের জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন