৭ দিনের মধ্যে চালু হবে মেট্রো রেল: পরিবহন উপদেষ্টা

gbn

আগামী সাত দিনের মধ্যে মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল রবিবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এমন তথ্য জানান। 

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সব ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে।

মন্ত্রণালয় সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পরিবর্তন করতে হবে। এ জন্য দুর্নীতি রোধ করতে হবে এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

 

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা আরো বলেন, এ সরকার বানের জলে ভেসে আসা সরকার না। সরকার যেকোনো ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছ পা হবে না।

গুণগত মান বজায় রেখে সব কাজে ব্যয় সংকোচন করতে হবে। একই সঙ্গে দরপত্রের কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। 

 

মতবিনিময়সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন