রোহিত-কোহলিদের দেখতে লাখো মানুষের ভিড়, আহত কয়েকজন

gbn

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে ৭ রানের জয় পেয়ে দীর্ঘ ১৭ বছর পর টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলকে এক নজর দেখতে গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) মুম্বাইয়ের মেরিন ড্রাইভে জড়ো হয়েছিলেন লাখ লাখ মানুষ। ওই মেরিন ড্রাইভ দিয়ে রোহিত-কোহলিদের বহনকারী বাসটি যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, জড়ো হওয়া এসব মানুষের মধ্যে কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া জুতা হারিয়েছেন হাজার হাজার মানুষ। এসব জুতা এখন মেরিন ড্রাইভে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

 

1

প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মানুষের চাপাচাপিতে এক নারী অজ্ঞান হয়ে পড়েন। এর পর তাকে কাঁধে করে নিয়ে যান এক পুলিশ সদস্য।

এছাড়া অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর উঠেন এবং সেগুলোর ওপর লাফালাফি এবং নাচানাচি করেন। এতে অনেক গাড়ির ছাদে গর্তের সৃষ্টি হয়েছে। মেরিন ড্রাইভে একটি খুঁটিও পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মানুষের চাপে এটি ভেঙে পড়েছে।

হারিয়েছে অসংখ্য মোবাইল ও ব্যাগ।

 

বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে দেওয়া এই অভ্যর্থনার কারণে দক্ষিণ মুম্বাইয়ে প্রচণ্ড ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। কারণ মেরিন ড্রাইভের দিকে যাওয়া সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যেটির কারণে অন্যান্য রাস্তায় গাড়ি আটকে যায়।

বাসে করে বিজয়ী প্যারেড শেষে ক্রিকেটাররা যান মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

সেখানে তাদের হাতে ১২৫ কোটি রুপির চেক তুলে দেওয়া হয়। সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। দীর্ঘ ১৩ বছর পর আবারও কোনো বিশ্বকাপের শিরোপা জয় করেছে দেশটি। এই জয় উৎযাপন করছেন ভারতের কোটি কোটি ক্রিকেট ভক্ত।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন