সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \
সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও মামলার প্রতিবাদে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধনকর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধানসড়কে ফোরামের উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারসম্পাদক এন ইসলাম সাগরের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী প্রতিবাদসমাবেশে বক্তব্য রাখেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল,ফোরামের প্রধান উপদেষ্টা মোস্তাফা কামাল জাহাঙ্গীর, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ
সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, ফোরামের উপদেষ্টা জি এমমিজানুর রহমান, সহ সভাপতি এস এম আলাউদ্দিন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন,কোষাধ্যক্ষ ইমদাদুল হক, যুগ্ম সম্পাদক কৃষ্ণ রায়, এম আর মন্টু, আমিনুল ইসলামবজলু, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাশেম, শিক্ষার্থী নয়ন সাহা, প্রচেতা জামাননিধি, চন্দন, পলব, ইমন, প্রান্ত, জি এম ফয়সাল আশিকুজ্জামান, প্রিয়তম ও
ছন্দা মন্ডল। সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতন প্রতিরোধেযুগোপযোগী আইন প্রণয়ন সহ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।