ফাইনালের আগে বড় বিপদ, বিমানবন্দরে আটকা প্রোটিয়া ক্রিকেটাররা

gbn

২৯ জুন শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তার আগে বড় ধরনের বিপদে পড়তে হলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। পরিবারসহ বিমানবন্দরে ছয় ঘণ্টা আটকে থাকলেন কুইন্টন ডি কক, এইডেন মার্করামরা। সঙ্গে আটকে থাকলেন ম্যাচ রেফারি, আম্পায়ারেরাও।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে বার্বাডোজে। সেখানে যেতে গিয়েই বিমানবন্দরে ঝামেলায় পড়েন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ফলে নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পরে বার্বাডোজে পৌঁছান তারা।

 

এর আগে সেমিফাইনাল খেলতে নামার আগে বিমান সমস্যায় ৪ ঘণ্টা দেরি হয়েছিল আফগানিস্তানের। পর্যাপ্ত ঘুম হয়নি রশিদ খানদের। মাঠেও যার রেশ দেখা গেছে। দারুণ খেলে সেমিতে আসা আফগানরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে ৯ উইকেটের হারে ছিটকে পড়ে টুর্নামেন্ট থেকে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বার্বাডোজ বিমানবন্দরে একটি বিমানের অবতরণের সময় সমস্যা হয়। যার জেরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ত্রিনিদাদ বিমানবন্দরে অপেক্ষা করতে হয়।

 

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বিমানে উঠে পড়েছিলেন। কিন্তু পাইলট সেই সময় জানতে পারেন বার্বাডোজে সমস্যার কথা। সেই কারণে ত্রিনিদাদেই আটকে থাকে বিমান। বার্বাডোজে যে বিমানটির সমস্যা হয়েছিল, সেখানে কারও কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

এবারের বিশ্বকাপে এর আগেও বিমানবিভ্রাট হয়েছে। আফগানিস্তান ছাড়াও সমস্যায় পড়তে হয়েছিল শ্রীলঙ্কাকে। গোটা রাত অপেক্ষা করতে হয়েছিল বিমানবন্দরে। তারা ফ্লোরিডা থেকে নিউইয়র্ক যাচ্ছিল।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে বার্বাডোজের ব্রিজটাউনের কিনসিংটন ওভালে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু ম্যাচে শিরোপা লড়াইয়ে নামবে টুর্নামেন্টের দুই অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা এবং ভারত।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন