ওয়েস্ট ইন্ডিজের ছক্কা–বৃষ্টিতে উড়ে গেল যুক্তরাষ্ট্র

gbn

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ উইকেটের জয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে টানা দুই হারে যুক্তরাষ্ট্রের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল।

শনিবার (২২ জুন) বার্বাডোজে  কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের দেয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ২ রানে স্টিভেন টেইলরকে সাজঘরে ফেরান রাসেল। দ্বিতীয় উইকেটে আন্দ্রিস গাউস ও নিতিশ কুমারের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। তবে নিতিশকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন মোটি।

ফেরার আগে ১৯ বলে ২ চারের মারে ২০ রান করেন নিতিশ। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক গাউসও ১৬ বলে ২৯ রানে আলজারি জোসেফের বলে ফেরেন। ৫ রানের মাথায় ফেরেন অধিনায়ক অ্যারন জোন্সও।

মুলত মিডল-অর্ডার গুড়িয়ে দেন চেজ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ দিকে আলি খানের ক্যামিওর পরেও ১ বল বাকি থাকতেই ১২৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র।

 


পরে ওই রান তাড়া করতে নেমে স্রেফ ১০ ওভার ৫ বলই দরকার হয় ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে ৬৭ রান করে ক্যারিবীয়রা।


১৪ বল খেলা ১৫ রান করা জনসন চার্লস হারম্রিত সিংয়ের বলে ক্যাচ তুলে দেন। তবে আরেকপ্রান্তে ঠিকই ঝড় তোলেন পাঁজরের চোটে  ছিটকে পড়া ব্র্যান্ডন কিংয়ের জায়গায় খেলতে নামা শাই হোপ। ৪ চার ও ৮ ছক্কায় ৩৯ বলে ৮২ রান করেন তিনি। তার সঙ্গী হয়ে তিনে আসা নিকোলাস পুরানও ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন। সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন