মৌলভীবাজার প্রতিনিধি : দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস সম্প্রসারনে অবদান রাখার জন্য মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার ও মৌলভীবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল (২৯মে) বুধবার বিকেলে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের আয়োজনে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার গাইড হাউসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অঞ্চল সিলেট এর বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার শাখার সাধারন সম্পদক মাধুরী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান ও মৌলভীবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের উপদেষ্ঠা সালমা বাছিত,আঞ্চলিক কমিটির সদস্য শিপ্রা দেব,মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ময়নূল হক,শাহহেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খান,আজমনি স্কুল এ্ধসঢ়;ন্ডকলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলুদ আহমদ,কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনু রানী ভৌমিক ,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার বেগম নূরজাহান সুয়ারা, সদও উপজেলা সম্পাদক অপরাজিতা রায়,কোষাদক্ষ্য হেমপ্রভা সিনহা প্রমুখ। সংবর্ধিত অতিথিদেরকে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদ এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। জেলার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাথীরা অভিবাবকগনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রেঞ্জার, গার্ল গাইডস দল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন