সিপিআরএমবি‘র কর্মকান্ডের পর্য্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা সভা

লন্ডনঃ
বিগত দিনের কর্মকান্ডের পর্য্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গেল ২৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় ক্যামপেইন ফর দ্য প্রটেকশন অব রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ (সিপিআরএমবি) এর নিয়মিত মাসিক সভা সংগঠনের প্রেসিডেন্ট দেবাশীস দাসের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী অজিত সাহার সঞ্চালনায় এসেক্সের নিজস্ব কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সভায় সম্প্রতি ইউ পার্লামেন্টে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে সিপিআরএমবি‘র প্রতিনিধি দলের অংশ গ্রহন ও সেখানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর উগ্রবাদীদের নির্যাতনের বিষয়াদি সহ বাংলাদেশের রিলিজিয়াস মাইনরিটি‘ সম্প্রদায়ের বিভিন্ন সমস্যাদি উপস্থাপনের বিষয়টি স্থান পায়। এছাড়া এবছর হাউজ অব পার্লামেন্টে সেমিনার সফল করতে পরবর্তি কর্মসূচী নিয়ে আলোকপাত করেন প্রদীপ সাহা, বিশ্বজিত বাল, সাবেক প্রেসিডেন্ট পুষ্পিতা গুপ্তা, সুজিত সেন, রোমেন দাস,দেবরথ সাহা, মিঃ সঞ্জিত ঘোষ, রঞ্জিতা সেন, রাখাল সাহা, উদয় দাস, সঞ্জয় দত্ত, পুজিষ ধর, কৃষœা সাহা, অমিতাভ শিকদার, কমল শাহা, অধীর দাস, সমর সাহা প্রমুখ। সভায় ইউ পার্লামেন্টে প্রতিনিধি দলের অংশ গ্রহন ও বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্ন সময় ঘটে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি নির্যাতনের ঘটনারকয়েটি ভিটিও ফুটেজ ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।