গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হুদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা আয়োজনে জেলার এসকল রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ সচ্ছতায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্যান্সার রোগীদের ৫০ হাজার ও জেলা প্রশাসকের কাছে আবেদন করা সাধারন রোগীদের ৪ থেকে ৭ হাজার টাকার চেক বিতরণ করে।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুর আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করা হয়। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: হারুন অর রশীদ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খান।
গোপালগঞ্জ সদরের ৫২ জন, টুঙ্গিপাড়া উপজেলার ১১ জন, কোটালিপাড়া উপজেলার ২০ জন, কাশিয়ানি উপজেলার ৪৭ জন ও মুকসুদপুর উপজেলার ৩৪ জন ক্যান্সার, কিডনি, লিভার,সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হুদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে এ সকল চেক বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন