ইসরায়েলের বিমান হামলা, ২ ফিলিস্তিনি কিশোর নিহত

জিবি নিউজ 24 ডেস্ক//
২০১৪ সালের গাজা যুদ্ধের পর এই প্রথম ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৪ জন।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি বিমান ও হামাসের রকেট হামলা নিয়ে গাজা সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী এভিগডর লিবারম্যান ও চিফ অব স্টাফ গাদি এইনকট এবং সিকিউরিটি সার্ভিসের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এরপরেই তিনি গাজায় আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল-কাতিবায় ইসরায়েলি বিমান হামলায় আমির আল নিমরি (১৫) ও লুহাই কাহিল (১৬) নামের দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ১৪ জন।
ইসরা্য়েলি সেনাবাহিনীর দাবি, গাজা থেকে শতাধিক রকেট হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে।