খুলনাকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করল সিলেট

gbn

লিগ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফরচুন বরিশালের জয়। ফলে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের রাতের ম্যাচটি হয়ে দাঁড়ায় শুধুই নিয়মরক্ষার। শেষটা জয় দিয়ে করেছে সিলেট। খুলনাকে তারা হারিয়েছে ৬ উইকেটে।

 

টসে জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২৮ রান করে খুলনা। এনামুল হক বিজয় ও আফিফ হোসেনের ব্যাটে শুরুটা ভালোই করে খুলনা। তবে ইনিংসের চতুর্থ ওভারে শফিকুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন এনামুল। এরপর তিনে নামা হাবিবুর রহমান সোহানকে নিয়ে রানের চাকা সচল রাখেন আফিফ।

 

দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে ৪১ রান তোলে খুলনা। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পরপরই আউট হন হাবিবুর। সঙ্গী হারালেও রানের চাকা সচল রাখেন আফিফ। তবে আরেকপ্রান্তে মাহমুদুল হাসান জয় তাঁকে বেশীক্ষন সঙ্গ দিতে পারেননি।

১১ রানে ফেরেন তিনি। অবশ্য হাফ সেঞ্চুরির আফিফও ৫২ রানে সামিত প্যাটেলের কাছে হার মানেন। এরপর জেসন হোল্ডারও ফেরেন দ্রুত। শেষ দিকে ওয়েইন পার্নেলের ২১ রানের ইনিংসে ১২৮ রানে থামে খুলনার ইনিংস। সিলেটের হয়ে ১৫ রানে ৩ উইকেট নেন বেনি হাওয়েল।

 

লক্ষ্যে তাড়ায় ব্যাটিংয়ে নামা সিলেট শুরুতেই জাকির হাসানের উইকেট হারায়। খানিক পর বিদায় নেন আরেক ওপেনার কেনার লুইসও। তবে পাওয়ার প্লে'তে জোড়া ধাক্কা খেলেও ইয়াসির আলি রাব্বি ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ম্যাচে ফেরে সিলেট। তাঁদের ব্যাটে লড়াই চালিয়ে ১০ ওভারে সিলেট স্কোরবোর্ডে যোগ করে ৬৬ রান। নাজমুল ৩৭ বলে ৩৯ রানে আউট হলে এই জুটি ভাঙে। পরে ইয়াসির ৪৬ রানে আউট হলেও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ১৯ ও হাওয়েলের অপরাজিত ১২ রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন