জোড়া সেঞ্চুরিতে ভারতের দাপট

gbn

রোহিত শর্মার ১৩১ ও রবীদ্র জাদেজার অপরাজিত ১১০ রানের দুই ইনিংস রাজকোট টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে ভারত। শেষ বিকেলে ঝলক দেখান অভিষেক টেস্ট খেলতে নামা ভারতের আলোচিত ব্যাটার সরফরাজ খান। দিনের খেলা শেষের ৪ ওভার বাকি থাকতে রান আউট হওয়ার আগে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৬৬ বলে ৬২ রান করেন তিনি। এতে ৫ উইকেটে ৩২৬ রানে দিন শেষ করেছে ভারত।

 

ভারতের দাপটের দিনে শুরুটা দারুণ করেছিল ইংল্যান্ড। ৩৩ রানের মধ্যে যশস্বী জসওয়াল (১০), শুভগান গিল (০) ও রজত পাতিদারের (৫) উইকেট হারায় ভারত। প্রথম দুটি নেন এই টেস্টেই সুযোগ পাওয়া মার্ক উড ও পরেরটি নেন টম হার্টলি। এরপর জমাট প্রতিরোধ ভারতের।

অধিনায়ক রোহিত শর্মা ও পাঁচে নামা জাদেজা চতুর্থ উইকেটে গড়েন ২০৪ রানের জুটি। এর ফাঁকে শতক পূর্ণ করেন রোহিত। উডের শর্ট বলে টপএজড হয়ে মিডউইকেটে ইংলিশ অধিনায়ক স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৯৬ বলে খেলেন ১৩১ রান করেন তিনি। নিজের ইনিংস সাজান ১৪টি চার ও ৩টি ছক্কায়।

 

অধিনায়ককে হারানোর পর সরফরাজকে নিয়ে দলের হাল ধরেন জাদেজা। পঞ্চম উইকেটে গড়েন ৭৭ রানের জুটি। যেখানে সিংহভাগ রান আসে সরফরাজের ব্যাট থেকে। জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারৎ দিয়ে রানআউট হয়ে ফেরেন সরফরাজ। ৯টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস।

এরপর সেঞ্চুরি তুলে নেন জাদেজা। ২১২ বলের অপরাজিত ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মেরেন তিনি। তার সঙ্গে ১ রানে অপরাজিত নাইটওয়াচম্যান হিসেবে নামা কুলদিপ যাদব।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন