সৈয়দ নাজমুল হাসান, ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ৪৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী পুরান ঢাকার অরাজনৈতিক সমাজকল্যাণমূলক সেচ্ছাসেবী যুব সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম" পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আজ রবিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের কার্যালয়ে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইনের নেতৃতে একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মাদ জাফর হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ডিএমপি'র ৪৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান আহমাদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম আশিক।
ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামকে ধন্যবাদ জানিয়ে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মাদ জাফর হোসেন বলেন, "ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে ফুলের শুভেচ্ছা জানাতে এবং ও ক্রেস্ট উপহার দেয়ার জন্য। এতে আমরা অনুপ্রানিত হয়েছি। আমরা আমাদের কাজের দায়বদ্ধতার জায়গায় আরো পৌছাতে পারব। আপনাদেরকে সাথে পেয়েছি এবং আপনাদেরকে সাথে নিয়েই যে প্রত্যাশাগুলো রেখেছি সেগুলো পূরণ করতে পারব।"
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন