ফোর্বসের তালিকায় শীর্ষ ক্ষমতাধর নারী উরসুলা, আছেন শেখ হাসিনাও

gbn

যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে। এতে শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

ফোর্বসের ওয়েবসাইটে নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকাটি ফোর্বসের ২০তম সংস্করণ। বিশ্বে জনজীবন পরিবর্তনে প্রভাববিস্তারকারী হিসেবে রাজনীতি, বিনোদন, প্রধান নির্বাহী, নীতিনির্ধারক ও জনহিতৈষীদের মধ্য থেকে সেরা ১০০ জন তালিকায় স্থান পেয়েছেন।

 

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

প্রথমবারের মতো সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট।

 

সেরা ১০০-এর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ৪৬তম অবস্থানে। তাঁর সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তাঁর চতুর্থ দফার মেয়াদ চলছে।

 তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকারপ্রধান।

 

শেখ হাসিনা ছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল ভারতের চার নারী আছেন। তাঁরা হলেন অর্থমন্ত্রী নির্মলা সিথারামান, এইচসিএল টেকনোলজিসের সিইও রোশনি মালহোত্রা, ভারতীয় স্টিল কর্তৃপক্ষের চেয়ারপারসন সোমা মণ্ডল ও বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার।

গণমাধ্যম ও বিনোদন ক্যাটাগরিতে ১০০তম স্থানে আছে বার্বি ডল।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন