সুযোগ এসেছিল কয়েকবার। কেন উইলিয়ামসনের ক্যাচই পড়ল দুইবার। সেই উইলিয়ামসন কয়েক ধাপে পাওয়া জীবনের সঠিক ব্যবহার করে তুলে নিলেন সেঞ্চুরি। তাতে দলীয় সংগ্রহ বাড়ল নিউজিল্যান্ডের।
উইকেটে জমে যাওয়া উইলিয়ামসন হয়ে ওঠেন বাংলাদেশ দলের গলার কাঁটা। সেই উইলিয়ামসন ফিরলেন শেষ বিকেলে। সঙ্গে খেলায় ফেরে বাংলাদেশ।
দিনের খেলা শেষের ৪ ওভার আগে নতুন বল পেয়ে জ্বলে ওঠেন তাইজুল ইসলাম।
নিউজিল্যান্ডের ইনিংসের ৮১তম ওভারে বোল্ড করেন উইলিয়ামসনকে। ১০৪ রানে ফেরেন কিউই ব্যাটার। খানিক পরেই তাইজুল ফেরান নতুন ব্যাটার ইশ সোধিকে। এই বাঁহাতি স্পিনার নেন ৪ উইকেট।
আজ সিলেটে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রানে তুলেছে নিউজিল্যান্ড। ২ উইকেট হাতে থাকা সফরকারীরা বাংলাদেশের প্রথম ইনিংসে তোলা ৩১০ রান থেকে পিছিয়ে ৪৪ রানে।
বিস্তারিত আসছে...
 
                            
                            
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন