বঙ্গবন্ধুর খুনি নূরকে নিয়ে কানাডিয়ান টিভি সিবিসির অনুসন্ধান

gbn

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে গুলি করে হত্যা করেন এস এইচ এম বি নূর চৌধুরী। নূর চৌধুরীকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে কানাডার রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ‘দ্য ফিফথ স্টেট’-এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামের ৪২ মিনিটের প্রতিবেদনটি সম্প্রচার হয়। এই প্রতিবেদনেই বঙ্গবন্ধু হত্যার বিষয়ে তাঁর ভাষ্য উঠে আসবে।

 

গতকাল টেলিভিশনটির অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এসব তথ্য জানিয়েছেন। আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘গত সাত মাস আমরা ছুটে বেড়িয়েছি অটোয়া থেকে টরন্টো, টরন্টো থেকে ঢাকা। পড়েছি শত শত কোর্ট ডকুমেন্টস। জোগাড় করেছি দুই দেশের গোপন নথি।

 

জানতে ও বুঝতে চেষ্টা করেছি, নূরকে বাংলাদেশের আইনের মুখোমুখি করতে না পারার দায় কি শুধু কানাডা সরকারের পলিসির, নাকি আরো অন্য কিছু আছে?’ আবদুল্লাহ আল ইমরানের পোস্টটিতে দেড় মিনিটের একটি ট্রেইলারও রয়েছে। তাতে টরন্টোর নিজ ফ্ল্যাটের ব্যালকনিতে নূর চৌধুরীকে এক ঝলক দেখা যায়। শোনা যায় তাঁর কণ্ঠও।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন