২৮ অক্টোবরের কর্মসূচিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সতর্কতা

gbn

আগামী ২৮ অক্টোবর বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তার নাগরিকদের ভ্রমণ পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হালনাগাদ করা ওই পরামর্শে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, আগামী ২৮ অক্টোবর ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে ভিআইপি রোডে। মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে মনে রাখা উচিত, শান্তিপূর্ণ বিক্ষোভগুলোও সংঘর্ষে রূপ নিতে পারে।

এ কারণে আমেরিকানদের বিক্ষোভ এড়িয়ে চলতে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে।

 

এর আগে যুক্তরাজ্য কর্তৃপক্ষও ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছে। তাদের ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, ২৮ অক্টোবর ঢাকাসহ দেশজুড়ে রাজনৈতিক সমাবেশ হওয়ার কথা রয়েছে। মিছিল ও সমাবেশগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে।

এ থেকে আইনপ্রয়োকারী সংস্থাগুলোর সঙ্গে সংঘাত হতে পারে।

 

বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি তুলে ধরে যুক্তরাজ্যের ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, প্রতিবাদ, বিক্ষোভ, হরতাল, ধর্মঘটের সময় অগ্নিসংযোগ, ভাংচুর হতে পারে। গণপরিবহন ও সম্পদের ওপর হামলাও হতে পারে।

ব্রিটিশ নাগরিকদের মিছিল, সমাবেশ ও বড় জমায়েত এবং রাজনৈতিক দলগুলোর কার্যালয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক দপ্তর।

মিছিল শুরু হতে দেখলেই ব্রিটিশ নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমের খবরের দিকেও নজর রাখতে বলা হয়েছে।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন