মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের সম্পর্কে নতুন মোড় নিয়েছে। বৃহস্পতিবার সৌদি আরব সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে সঠিক পথে রয়েছে। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক মেরামতে বড় ধরনের অগ্রগতি হয়েছে।
অতীতের সব বৈরিতা কাটিয়ে উঠতে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বৃহস্পতিবার রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে বৈঠকের পর এসব মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকের পর রিয়াদে যৌথ সংবাদ সংবাদ সম্মেলনে হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, ‘তেহরান এবং সৌদির সম্পর্ক সঠিক পথে রয়েছে। আমরা এই সম্পর্কে অগ্রগতি দেখছি। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা সফল হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
গত মার্চে চীনের মধ্যস্থতায় আঞ্চলিক এই দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে এক চুক্তির পর জুনে প্রথমবারের মতো তেহরান সফরে যান সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। সেখানে ইরানের সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। তার ওই সফরের পর বৃহস্পতিবার রিয়াদ সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
চীনের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী, তেহরান ও রিয়াদ কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসান এবং বছরের পর বছর ধরে চলে আসা বৈরী সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাজি হয়। শক্তিশালী এই দুই দেশের বৈরী সম্পর্কের কারণে উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি ইয়েমেন, সিরিয়া এবং লেবাননের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়ে।
২০১৬ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শিয়া মতাবলম্বী নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড রিয়াদ কার্যকর করার পর ইরানের সাথে সৌদি আরবের সম্পর্কের চরম অবনতি ঘটে। নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশোধে তেহরানে নিযুক্ত সৌদি আরবের দূতাবাসে হামলা চালায় শত শত ইরানি। এই হামলার পর ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, আজ বৈঠকের সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি। প্রিন্স ফয়সাল বলেন, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রিয়াদ সফর করবেন বলে সৌদি আরব আশা করছে।
গত জুনে ইরান সফরের সময় ইব্রাহিম রাইসিকে বাদশাহর আমন্ত্রণ পৌঁছে দিয়েছিলেন প্রিন্স ফয়সাল। ওই সময় রাইসি বলেছিলেন, তিনি উপযুক্ত সময়ে সৌদি আরব সফর করবেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন