Bangla Newspaper

বেনাপোল সীমা‌ন্তে ৬ লাখ রুপিসহ আটক ১

54

 

ইয়ানূর রহমান : 
বেনাপোল সীমান্ত  থে‌কে ৬ লাখ ভারতীয় রুপিসহ আব্দুস ছামাদ নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি ৷
বুধবার সকালে বেনাপোল-গাতিপাড়া সড়কের পাশ থেকে তাকে আটক করে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
আটক আব্দুস ছামাদ বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জান‌তে পে‌রে, বেনাপোল-গাতিপাড়া সড়কে অভিযান চালিয়ে ৬ লাখ ভারতীয় রুপিসহ পাচারকারী আব্দুস ছামাদকে আটক করা হয়। রুপিগুলো তিনি সীমান্ত পথে ভারত থেকে নিয়ে আসছিল।
Comments
Loading...