রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

gbn

রাজধানীতে চলমান সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের হামলায় পুলিশের বিভিন্ন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, আজ শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী,‌ নয়াবাজার, ধোলাইখাল ও শ্যামলী এলাকায় পুলিশের বেশ কয়েকটি গাড়িতে হামলাসহ ভাঙচুর করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, আজকে শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় রাজধানীর যাত্রাবাড়ী, নয়াবাজার, ধোলাইখাল ও শ্যামলী এলাকায় পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পুলিশের ৪ থেকে ৫টি গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বেশ কয়েকটি প্রবেশ মুখে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পাশাপাশি বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন