Bangla Newspaper

এবার ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দপ্তরে হামলা: অন্তত ৭ জন নিহত

68

জিবি নিউজ 24 ডেস্ক //

ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় আত্মঘাতি বোমা হামলার একদিন পর আজ সোমবার দেশটির একটি পুলিশ সদর দপ্তরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ার পুলিশ সদর দপ্তরে এ বোমা হামলা চালানো হয়। দেশটির পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্ব জাভার পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুঙ্গ জানান, আজ সোমবার সকাল ৮ টা ৫০ মিনিটে এই বোমা হামলা হয়েছে।

তিনি বলেন, আজ সকালের এই আচমকা বোমা বিস্ফোরণে আমরা হতবিহবল হয়ে যাই। প্রকৃতপক্ষে কী ঘটেছে আমরা এখনো তা বুঝতে পারছি না।

প্রসঙ্গত, গতকাল দেশটিতে তিনটি গির্জায় আত্মঘাতি বোমা হামলার ঘটনায় ১৩ জন নিহত হয়।

Comments
Loading...