ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা

gbn

  জিবিনিউজ24ডেস্ক//  

বৈদেশিক মুদ্রা লেনদেনে অনিয়মের অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) বিরুদ্ধে মামলা করেছে ভারতের আর্থিক গোয়েন্দা ও তদন্ত সংস্থা ইনফোর্সমেন্ট ইলেক্টোরেট (ইডি)। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ভারতের বৃহত্তম বার্তাসংস্থা পিটিআই।

অপর ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারতে বিদেশি মুদ্রা সম্পর্কিত প্রচলিত  আইন ফরেন এক্সচেঞ্জের (ফেমা) আওতায় এক সপ্তাহ আগেই করা হয়েছে এই মামলাটি। এমনকি মামলা দায়েরের পর বিবিসি ভারতীয় শাখায় কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করেছে ইডি।

চলতি বছর জানুয়ারির শেষ দিকে ২০০২ সালের গুজরাট দাঙ্গা এবং তাতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংশ্লিষ্টতা নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। ‘ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চেন’ নামের দুই খণ্ডের সেই তথ্যচিত্রটি প্রকাশের পর রীতিমতো তোলপাড় শুরু হয় ভারতের রাজনীতিতে। তার জেরে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যচিত্রটি প্রচারে নিষেধাজ্ঞা দেয় দেশটির কেন্দ্রীয় সরকার।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে বলা হয়, ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানহানির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে এ তথ্য চিত্র।

তার কিছুদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিবিসি ভারত শাখার দিল্লি ও মুম্বাই কার্যালয়ে হানা দেন ভারতের আয়কর বিভাগের কর্মকর্তারা। তিন দিন ধরে চলা সেই তল্লাশি অভিযান শেষে দুই কার্যালয়ের আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব সংক্রান্ত যাবতীয় নথি তারা জব্দ করে নিয়ে যান।

আয়কর বিভাগের কর্মকর্তারা অবশ্য বলেছেন, দুই কার্যালয়ে তারা সমীক্ষা চালিয়েছেন, তল্লাশি নয় এবং পর্যবেক্ষণ ও পর্যালোচনা শেষে যাবতীয় নথি ও কাগজপত্র তারা ফেরত দেবেন।

সেই অভিযানের প্রায় দু’মাস পর বিবিসির ভারত শাখার বিরুদ্ধে মামলা করল ইডি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন