গোবিন্দগঞ্জের দিঘীর হাটে ওষুধ ফার্মেসি দোকান পুরে ছাই

gbn

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিঘীর হাট বাজারে পল্লী চিকিৎসক মোহাম্মাদ আলীর ওষুধ ফার্মেসি পুরে ছাই হয়েছে।  বৃহস্পতিবার (২ মার্চ-২৩) রাত সাড়ে ১১টায় আগুন লাগে। সরেজমিনে জানা যায়,পল্লী চিকিৎসক মোহাম্মদ আলী প্রতিদিনের ন্যায় রাত ১০ ঘটিকায় তাঁর ফার্মেসি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। দোকান বন্ধ করার পূর্বে বৈদ্যুতিক সকল সুইচ বন্ধ করেন। কিন্তু এ দিন দোকান বন্ধের পূর্বে সকল বৈদ্যুতিক সুইচ বন্ধ করলেও দোকানের ভিতর এক কোনায় মশার কয়েলের আগুন না নিভিয়ে,জ্বালিয়ে রেখেই তিনি বাড়িতে চলে যান। কয়েলের আশপাশে ছিলো বিভিন্ন ওষুধের খালি মোড়ক। জ্বালিয়ে রাখা কয়েলের আগুন খালি মোড়কে লেগে যায় এবং ধীরে ধীরে  আগুনের বেগ বৃদ্ধি পায়। দোকানের উপর  টিনের চালে আগুনের লেলিহান শিখা ও ধোয়া দেখতে পায় বাজারের ডিউটিরত নাইট গার্ড। এ সময় নাইট গার্ড তাৎক্ষণিক আগুন আগুন বলে চিৎকার করলে আশপাশের গ্রাম হতে লোকজন ছুটে এসে বালতি বালতি পানি ছড়িয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুন নেভানোর পর দোকান মালিক হারিজ হলে জানা যায় বিভিন্ন ধরনের ওষুধ,আসবাবপত্রসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন