বিশ্বনাথে মুক্তিযোদ্ধার প্রজন্মর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

gbn

৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্মর উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, তাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ বুধবার সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আল-মুছিম স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে ও আল-মুছিম স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হামিদ ও মোস্তফা মারুফের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্ট এবং এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ আলী মজনু। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ বেলাল মিয়ার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন আলহাজ্ব ইসরাইল আলী হেলথ সেন্টারের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব নেছার আলী লিলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুর রহমান লিটন, পরিচালনা কমিটির সভাপতি আমিনুল হক দুদু, প্রিন্সিপাল মোঃ মানিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ চেরাগ আলী।

এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুল মছব্বির, সাংবাদিক শাহিন উদ্দিন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অজয় চন্দ্র দাস। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লাবিব আল হাসান, ফরহাদ আলী।  

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেন নয়ন, মনজুর হোসেন, মাওলানা হাসান আহমদ, তাজমিন আক্তার, সুমি বেগম, জলি বেগম, সিপা বেগম, তামান্না আক্তার, রুনা বেগম, ফাহিমা আক্তার, সমাজসেবী দুলাল আহমদ, ইরন মিয়া, মিজানুর রহমান। 

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাইমা আক্তার। সঙ্গীত পরিবেশন করেন তাসলিমা আক্তার, ফাহমিদা সুলতানা এনি। গীতা পাঠ করেন সুমা রাণী দাস।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী মজনু বলেন, বিগত তেইশ বছরে মুক্তিযোদ্ধার প্রজন্মর অর্জন অনেক। বিভিন্ন জরুরী জনগুরুত্বপূর্ণ দাবী দাওয়া আদায়ের আন্দোলনসহ সৃজনশীল কার্যক্রমের পাশাপাশি তারা সেবামুলক ব্যাপক কাজ করে নজর কেড়েছেন সকলের। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সময়ে গরিব অসহায় দুর্গতদের মধ্যে ফুড প্যাক ও শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম, টিফিন বক্স ও শিক্ষা উপকরণ বিতরণ, পরিবেশ উন্নয়নে বৃক্ষ রোপন, বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, বিবাহ সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসহ অগণিত কাজ করেছেন তারা। স্বাধীনতার মাসে দেয়া আজকের কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসহ এসব কার্যক্রমকে সাধুবাদ জানাই আমরা।  

প্রধান আলোচকের বক্তব্যে আলহাজ¦ নেছার আলী লিলু বলেন, মুক্তিযোদ্ধার প্রজন্মর দুই দশকেরও বেশি সময়ের বহুবিধ কার্যক্রম দেশে বিদেশে প্রশংসিত হয়েছে সকলের কাছে। ছাত্র ছাত্রীদের মেধা বিকাশে স্বাধীনতার মাসে তাদেরকে দেয়া বর্ণিল এ সংবর্ধনা ইতিহাসের পাতায় মাইলফলক হয়ে থাকবে বলে আমরা মনে করি।

উদ্বোধকের বক্তব্যে আলহাজ্ব মোঃ বেলাল মিয়া বলেন মুক্তিযোদ্ধার প্রজন্মর বিভিন্ন অনুষ্ঠানে আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। সংগঠনের অগ্রযাত্রায় এবং সকল ধরনের সৃজনশীল কাজে আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় মুক্তিযোদ্ধার প্রজন্মর উপদেষ্টামন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় বাংলা সাহিত্য ফোরাম ইউ.কের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংগঠনিক সম্পাদক লেখক কবি শাহ কামাল আহমদ ও গীতিকার কবি মানারুল হক বাছিতের উপদেষ্টা সম্মাননা স্মারক প্রদান করেন প্রজন্ম নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।    

সভাপতির বক্তব্যে সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল অনুষ্ঠানে আগত অতিথি ও গুণীজনদের অভিনন্দন জানান এবং ভবিষ্যত কার্যক্রমে সকল মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠানের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক উপহার দেয়া হয়।  

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন