‌‘হেরা ফেরি ৩’ নিয়ে ফিরছেন অক্ষয়-সুনীল-পরেশ

gbn

  জিবিনিউজ24ডেস্ক//  

পর্দায় ফের একত্রে দেখা যাবে অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকে। অপেক্ষার অবসান। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘হেরা ফেরি ৩’-র শ্যুটিং। দীর্ঘ ১৭ বছর ধরে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির অপেক্ষায় দর্শক। কমেডি ঘরানার এই ছবিতে হাসতে হাসতে পেটে ব্যথা উঠেছিল দর্শকের। 

বাবু ভাইয়া, রাজু আর ঘনশ্যাম- এই আইকনিক ত্রয়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এই তিন চরিত্রে আগেই দেখা গেছে অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে। এ দিকে ‘হেরা ফেরি ৩’ ছবির জন্য প্রথমে শোনা যাচ্ছিল কার্তিক আরিয়ানের নাম। কিন্তু অক্ষয়ের জায়গায় কার্তিককে দেখতে নারাজ অনুরাগীরা। তাদের দাবি মেনে অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন ছবির নির্মাতারা।

২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। এরপর ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ ছবিতে প্রত্যাবর্তন হয় অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের। দেশের সবথেকে বড় কমেডি ছবি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক। 

প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা বহুদিন পর প্রযোজনায় ফিরতে চলেছেন। আর এই ফিরে আসার জন্য হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির মতো ভালো অপশন আর কিছুই নেই তার কাছে। তিনি এই ছবিটির ফ্র্যাঞ্চাইজির কারণেই এত পরিচিত। ফলে সেই ছবিকেই যে তিনি বেছে নেবেন দীর্ঘ বিরতি কাটিয়ে ফেরার জন্য সেটাই স্বাভাবিক। আর সেই কারণে এই ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি আনার জন্য তিনি একটু তাড়াহুড়ো করছেন বৈকি।

এক রিপোর্ট অনুযায়ী অক্ষয়, সুনীল ও পরেশ সম্প্রতি মুম্বাইয়ে একটি বিশেষ প্রচারের জন্য শ্যুট করেছেন। প্রোমোটি শিগগির প্রকাশিত হবে, পাশাপাশি একাধিক সিনেমাতে একসঙ্গে থাকার কথা ঘোষণা করবেন তারা।

প্রোমো শ্যুটের প্রযোজনার ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছে, শুধু হেরা ফেরি সিক্যুয়েল নয়, আওয়ারা পাগলা দিওয়ানা ও ওয়েলকামের সিক্যুয়েলের জন্যও অক্ষয়, সুনীল ও পরেশ একসঙ্গে আসছেন। অ্যাসোসিয়েশনের তিনটি ছবি জন্য প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছেন। কাজ চলছে, কিন্তু এই তিন হিট অভিনেতার একসঙ্গে আসা চূড়ান্ত। যদিও এ বিষয় এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন