ভাষা নিয়ে সমালোচনার মুখে কাজল-অজয়ের মেয়ে নাইসা

জিবিনিউজ24ডেস্ক//  

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য ব্যাপক সমালোচিত হলেন বলিউড তারকা অজয় দেবগন, কাজল ও তাদের মেয়ে নাইসা। একটি স্কুলে শিশুদের সঙ্গে কথা বলছিলেন নাইসা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতেই প্রবল কটাক্ষ করা হয়েছে।

২০০৩ সালের ২০ এপ্রিল জন্ম নাইসার। আসছে এপ্রিলে নিজের ২০তম জন্মদিন পালন করবেন তিনি। দীর্ঘদিন বিদেশে পড়াশোনা করেছেন অজয়-কাজলের প্রথম সন্তান। কিছুদিন আগেই দেশে ফিরেছেন। এমনিতে তাকে পার্টিতে একাধিকবার দেখাছে। তবে সম্প্রতি একটি স্কুলে গিয়েছিলেন তিনি। সেখানকার শিক্ষার্থীদের বই পড়ার গুরুত্ব বোঝাচ্ছিলেন নাইসা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

বহু কষ্টে নাইসা হিন্দিতে কথা বলছিলেন। আর তা দেখেই ব্যঙ্গ, বিদ্রুপের পালা শুরু হয়ে যায়। একজন লেখেন, এই বাচ্চারা কি হিন্দি সিনেমাও দেখে না, ঠিকমতো হিন্দিও বলতে পারে না। আরেকজন লেখেন, বিদেশে পাঠিয়ে ইংরাজি তো শিখিয়ে দিলেন, কিন্তু দেশে রেখে মেয়েকে হিন্দি শেখাতে পারেননি!

অজয় দেবগনকে ট্যাগ করেও কটাক্ষ করা হয়েছে। অভিনেতা যেন নিজের বাচ্চাদের অন্তত হিন্দি সিনেমা দেখান সেই পরামর্শও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে বড়দিনের রাতে মুম্বইয়ের রাস্তায় বেসামাল অবস্থায় দেখা গিয়েছিল নাইসাকে। বন্ধু ওরহান আত্রামানির হাত ধরে হাঁটছিলেন নাইসা। তার গোলাপি গাউন সরে গিয়ে কালো অন্তর্বাস দেখা যাচ্ছিল। তখনও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন