‘এতটা ফিট সাংসদ প্রথম দেখলাম’—নুসরাতকে মিকা

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

সম্প্রতি পশ্চিমবঙ্গের বসিরহাটের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী মিকা সিং। এলাকাটি যেহেতু সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানের সংসদীয় এলাকার অন্তর্গত তাই অনুষ্ঠান উপভোগ করতে চলে যান তিনি নিজেও। সেখানেই টলিপাড়ার অভিনেত্রীকে নিয়ে বড়সড় কথা বলে ফেললেন মিকা সিং।

এদিন সংগীতশিল্পীর অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিল গোটা বসিরহাট। উল্লাস, হাততালি, চতুর্দিকে সিটির আওয়াজে একেবারে জমে উঠেছিল শো। একের পর এক সুপারহিট হিন্দি গানের পাশাপাশি বাংলা গানও গাইছিলেন মিকা। কারণ, বাংলাতেও তাঁর হিট গানের সংখ্যা কম নয়। মিকার সুরে গোটা বসিরহাট তখন মাতোয়ারা।

বসিরহাটের মানুষদের ভিড়ে মিশে গিয়ে আর পাঁচজনের মতোই নেচে মাত করলেন সাংসদ নুসরাত। গানের তালে ড্যান্স স্টেপ শেখালেন, শিখলেনও। নজর এড়ায়নি গায়কের। এরপরই মিকা তার ‘ম্যাড আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড..’ বাংলা গানে সাংসদ-অভিনেত্রীকে নাচতে বললেন। প্রথমটায় খানিক ইতস্তত করলেও পরে আর কোমর না দুলিয়ে থাকতে পারেননি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন