মুক্তির দিনেই মুখ থুবড়ে পড়ল কার্তিকের ‘শেহজাদা’

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

অবশেষে মুক্তি পেয়েছে রোহিত ধবন পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’। সিনেমাটি গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। নতুন ঘোষণা অনুযায়ী, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুক্তি পেল ছবিটি।

এদিকে দর্শক যাতে হলে গিয়ে ছবি দেখেন সেজন্য কোনো কিছু করতেই বাকি রাখেননি কার্তিক। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ছবির প্রচারও করছেন। কিন্তু তার পরও মুক্তির প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল কার্তিকের ‘শেহজাদা’। এমনিতেই এখনও বক্স অফিসে ‘পাঠান ঝড়’ অব্যাহত। তার মাঝে ভালোবাসা দিবসকে উপলক্ষ করে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেন নির্মাতারা। তাতেও শেষ রক্ষা হলো না। পারিশ্রমিক ফিরিয়ে দিতে হলো কার্তিককে।

কথা ছিল ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘শেহজাদা’। কিন্তু পাঠানের সাফল্যের কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয় তারিখ। পরে আজ (১৭ ফেব্রুয়ারি) মুক্তি পায় এই ছবি। এদিকে ১৭ ফেব্রুয়ারি দিনটিকে ‘পাঠান ডে’ বলে ঘোষণা করেছে যশরাজ ফিল্মস। দেশজুড়ে টিকিটের দামও কমিয়ে দেওয়া হয়েছে। তাতে খানিকটা হলেও চাপ বেড়েছে কার্তিকের ছবির ওপর। টিকিট বিক্রির নতুন কৌশল নিয়েছেন বলিউডের ‘শেহজাদা’ও। এই ছবির অগ্রিম বুকিং করলে প্রথম দিনের শো-এ একটি টিকিটের সঙ্গে আর একটি মিলবে বিনামূল্যে।

অনলাইনে কিনলেই মিলবে সেই ছাড়। এত কিছু পরও সাড়া মিলছে না দর্শকের। এদিকে এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন কার্তিক। 

এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘প্রথমে আমি এই ছবির অভিনেতা ছিলাম। কিন্তু ছবি শুরুর পর থেকেই বেশ কিছু সমস্যা দেখা দেয়। ছবির বাজেট নিয়েও প্রশ্ন ওঠে। তখন নিজের পারিশ্রমিক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। তাই আমাকে এই ছবির সহ-প্রযোজক করা হয়।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন