ব্যোমকেশ হচ্ছেন দেব, সত্যবতী কি তাহলে রুক্মিণী!

gbn

 জিবিনিউজ24ডেস্ক// 

রূপালি পর্দায় বারবার ব্যোমকেশ বকশিকে খুঁজে পেয়েছেন বাঙালি দর্শক। গোয়েন্দা চরিত্রে কখনও উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনও যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গেছে। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে দেবের নামও। শনিবার সন্ধ্যায় টলিউডের এই হার্টথ্রবের টুইটে তুঙ্গে জল্পনা।

শনিবার বিকেলে দেব একটি ছবি পোস্ট করেন। ওই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “অভিনেতা হিসেবে ১৭ বছর পূর্ণ করার দিনে ‘বাঘাযতীন’ ছবির সেটে। আজ অভিনেতা নয়। একজন প্রযোজক হিসেবে বসে রয়েছি। আমি জানি না কীভাবে এই অনুভূতি বর্ণনা করব। আমি ধন্য। এইটুকু বলতে পারি।”

তারপর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেতা। তবে সন্ধ্যায় দেবের টুইটে পাওয়া যায় বিশেষ চমক। তিনি লেখেন, “ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসেবে ১৭ বছর পূর্ণ হল। অভিনেতা হিসেবে আমার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। প্রযোজক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম। সবসময় আপনাদের আশীর্বাদ কাম্য। ছবির বাকি কলাকুশলী এবং পরিচালকের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে।”

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন