নিউমোনিয়ায় আক্রান্ত চিত্রনায়িকা ববি

gbn

 জিবিনিউজ24ডেস্ক//  

সম্প্রতি বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে ‘মেঘনা কন্যা’ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চলচ্চিত্র নায়িকা ববি। এরপর জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে শুটিং ছেড়ে ঢাকায় নিজ বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।  

ববি জানান, জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দিলে শুটিং বাদ দিয়ে বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখান। চিকিৎসক পরামর্শ দেন, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। পরিচালকের সঙ্গে কথা বলে ২১ জানুয়ারি ঢাকা চলে আসেন। হাসপাতালে গিয়ে পরীক্ষা–নিরীক্ষার পর নিউমোনিয়া ধরা পড়ে। এর পর থেকেই বিশ্রামে রয়েছেন।

ববি বলেন, আগে অনেকবারই অসুস্থ হয়েছি। কিন্তু জীবনে এত বাজে পরিস্থিতি হয়নি। অনেক কষ্ট হচ্ছে। এ অসুখ কাহিল করে দিয়েছে। ঠিকমতো খাওয়া–দাওয়া করতে পারছি না। কিছুক্ষণ পর পরই নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।

মেঘনা কন্যা সিনেমার জন্য আটদিনের জন্য বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে গিয়েছিলেন ববি। জায়গাটি বরিশাল শহর থেকে অনেক দূরে। ওই চর থেকে বরিশাল শহরে আসার একমাত্র বাহন ট্রলার। 

গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্পে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত হচ্ছে মেঘনা কন্যা সিনেমা। এটি প্রযোজনা করছেন কাজী সাইফুল ইসলাম। ছবির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।

গত ১১ জানুয়ারি ঢাকার গুলশান ক্লাবে মেঘনা কন্যার মহরত অনুষ্ঠিত হয়। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ববি। বিভিন্ন চরিত্রে আরও আছেন সাজ্জাদ হোসাইন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবাসহ অনেকে। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন