শাহরুখের মায়ের ভূমিকায় আমির খানের বোন

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

ভারত মজেছে ‘পাঠান’-এ। চর্চার কেন্দ্রে রয়েছেন শাহরুখ, দীপিকারা। ৪ বছর পর বড় পর্দায় ফিরেই নিজের জাদু দেখালেন বলিউড বাদশা। একের পর এক সব রেকর্ড নিজের করে নিচ্ছেন। চারদিকে ‘পাঠান’ ঘিরেই যত আলোচনা। তবে সম্প্রতি আলোচনায় এসেছেন আরও একজন। যার স্বল্প উপস্থিতি এই ছবির আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল।

তিনি বলিউড অভিনেতা আমির খানের বড় বোন নিখাত খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ শাহরুখের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। শাহরুখ এবং আমির দুজনকে একসঙ্গে কখনও সিনেপর্দায় দেখা যায়নি। যদিও এ নিয়ে ভক্তদের আক্ষেপের শেষ নেই তবুও কিছুটা হলেও ঘুচল তার বোনের হাত ধরে। ‘পাঠান’-এ ক্যামিও করতে দেখা গেছে বলিউডের আরেক খান সালমানকে। বলাই যায়, অবশেষে একই ছবিতে তিন খানের মিলন ঘটল!

‘পাঠান’ ছবিতে অনাথ শাহরুখকে নতুন জীবন দিয়েছেন তিনি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিখাতের। ৬০ বছর বয়সী বলিউডের এ প্রযোজক এবং অভিনেতা এর আগে ‘মিশন মঙ্গল’, ‘সান্ড কী আঁখ’ এবং ‘তানহাজি’ ছবিতে অভিনয় করেছেন। প্রযোজনা করেছেন ‘লাগান’, ‘তুম মেরে হো, ‘দুলহা বিকতা হ্যায়’-এর মতো ছবিগুলো।

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয় করেছে ছবিটি। সপ্তাহ শেষে শুধু ভারতেই ২০০ কোটি ছুঁয়ে যেতে পারে বক্স অফিসের অঙ্ক। যা নিয়ে আশা দেখছেন বলিউডের চলচ্চিত্র বিশ্লেষকরা। এই ছবিতে শাহরুখ, দীপিকা ছাড়াও আরও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন