পদ্মশ্রী পেলেন রাভিনা ট্যান্ডন

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় ভারতের সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কার পদ্মশ্রী পেলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ৭৪তম প্রজাতন্ত্র দিবস সামনে রেখে গতকাল রাতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়। তালিকায় এই অভিনেত্রীর নামও রয়েছে।

১৯৭২ সালের ২৬ অক্টোবর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন রাভিনা। বলিউড ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। ১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এই ছবিতে অভিনয়ের সুবাদে ফিল্মফেয়ার পুরস্কারও জেতেন এই নায়িকা।

এক প্রতিক্রিয়ায় রাভিনা বলেন, ‘আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। ভারত সরকারকে ধন্যবাদ আমার অবদান, আমার জীবন, আমার আবেগ ও উদ্দেশ্য— সিনেমা এবং শিল্পকলাকে স্বীকৃতি দেওয়ার জন্য। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে আমার এই পথচলায় দিক নির্দেশনা দিয়েছেন এবং আমার হাতটি ধরেছেন। আমি আমার বাবার কাছে ঋণী।’

নব্বইয়ের দশকে বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেন রাভিনা। যার মধ্যে রয়েছে ‘দিলওয়ালে’ (১৯৯৪), ‘মোহরা’ (১৯৯৪), ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ (১৯৯৬) এবং ‘জিদ্দি’ (১৯৯৭) ।

বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধরনের ছবিতেও কাজ করেছেন তিনি। ২০০১ সালে তিনি কল্পনা লাজমি পরিচালিত ‘দমন’ ছবিতে একজন নির্যাতনকারীর স্ত্রীর চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সমালোচক ও দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয় তার অভিনয়।

এরপর থেকেই বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধরনের ছবিতে কাজ করে গেছেন রাভিনা। অভিনয় করছেন ওয়েব সিরিজেও। সর্বশেষ তাকে দেখা বড় পর্দায় দেখা গেছে ‘কেজিএফ ২’ ছবিতে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন