গোল্ডেন গ্লোবের পর অস্কারের মঞ্চে আরআরআর

gbn

 জিবিনিউজ24ডেস্ক//  

গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারের মঞ্চে ভারতের দক্ষিণী সিনেমা ‘আর আর আর’। রাজামৌলী পরিচালিত সিনেমাটির মুকুটে যুক্ত হলো এক নতুন পালক। এই সিনেমার ‘নাটু নাটু’ গানটি ২০২৩ সালের অস্কারে বেস্ট অরিজিনাল সং বিভাগে মনোনীত হয়েছে। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) মনোনয়নের এই ঘোষণা করা হয়। 

ওই একই বিভাগে প্রতিযোগিতায় রয়েছে, ‘টেল ইট লাইক অ্যা ওম্যান’ ছবির অ্যাপলজ, ‘টপ গান ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক পান্থার ওয়াকান্ডা ফরএভারের’ লিফট মি আপের মতো গান।

‘আরআরআর’ মুভির পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে,  ‘নাটু নাটু শ্রেষ্ঠ অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছে। এই খবরে আমরা গর্বিত।’

প্রসঙ্গত, একের পর এক আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত হচ্ছে এসএস রাজামৌলির 'আরআরআর'। সম্প্রতি এই ‘নাটু নাটু’ গানটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতেছে। সূত্র- আজতাক বাংলা

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন