জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার(১১’অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমী,চাঁপ্ইানবাবগঞ্জ নিজস্ব হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করে।
র্ভারপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অব. অধ্যক্ষ ইসলাইল হক ও জাতীয় মহিলা সংস্থার জেলা শাখা চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা।
অনুষ্ঠানে বক্তরা শিশুদের অধিকার, তাদের সঠিক বিকাশ ও শিশু একাডেমির মাধ্যমে এ ব্যাপারে সরকারের কার্যক্রমের ব্যাপারে আলোচনা করেন। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন