সত্যিই কী বিচ্ছেদের পথে নচিকেতা!

gbn

 জিবিনিউজ24ডেস্ক//  

সামাজিক যোগাযোগ মাধমে বিচ্ছেদের ঘোষণা নতুন কিছু নয়। অনেকেই বিচ্ছেদের কথা সামাজিক যোগাযোগ মাধমে পোস্ট করেন। এবার সেই তালিকায় হলো নতুন নাম নচিকেতা চক্রবর্তী।

আচমকাই সোমবার ডিভোর্সের ঘোষণা করেন ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী। জীবনমুখী গান গয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন নচিকেতা। আজও তার গান সমান জনপ্রিয়। তবে গায়কের ডিভোর্সের খবরে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়।

একটি ছবি পোস্ট করেন নচিকেতা। ক্যাপশনে তিনি লেখেন, ‘যাঃ অবশেষে ডিভোর্সটা হয়েই গেল’। নচিকেতার এই পোস্ট থেকেই শুরু হয়েছে জল্পনা। সত্যিই কী সম্পর্কে ইতি টানলেন সংগীতশিল্পী! নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য। পোস্টের কমেন্ট সেকশনে তৈরি হয়েছে নয়া চাঞ্চল্য। কেউ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ আবার সহানুভূতি। কেউ লিখছেন ডিভোর্স নেবেন না দাদা। তবে অনেকেই অনুমান করছেন যে, আসলে কোনও গানের প্রচারেই এই কথা লিখেছেন তিনি কিংবা নতুন কিছু ঘোষণা করার আগে এই কথা লিখেছেন তিনি।

নচিকেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। একজন তার পোস্টের কমেন্টে লেখেন, ‘বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে সৃষ্ট সচেতনতা যেন এই ডিভোর্সের ক্ষেত্রে আরো বেশি করে হয়। তবেই বাঁচবে সমাজ ও মানবতা।’ আরেক ফ্যান লেখেন, ‘নতুন গান না অন্য কিছু বুঝতে পারিনি’। 

নচিকেতার এক ফ্যান লেখেন, ‘নতুন গান রিলিজের অভিনব প্রচার। নচি মানেই নতুনত্ব। শিরোনাম অনুযায়ী গানের বিষয়টাও মনে হচ্ছে বেশ উপভোগ্য হবে। অপেক্ষায় থাকলাম গানটা শোনার জন্য।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন