গণতন্ত্র রক্ষা কর।। আলাউদ্দিন হোসেন

গণতন্ত্র রক্ষা কর!
আলাউদ্দিন হোসেন
স্বৈরাতন্ত্র মুক্ত করে
রক্ষা করেক দেশ
ইচ্ছেমত করিস না কেউ
স্বাধীন বাংলা শেষ!
গণতন্ত্র ফিরিয়ে আন
সোনার বাংলাদেশে
স্বাধীন হওয়া সোনার বাংলায়
রক্ত আছে মিশে!!
কি আওয়ামীলীগ কি বিএনপি
কি জামায়াতের দল
কি জাতীয় পার্টি কি জাসদ
গণতন্ত্র রক্ষা কর!!!
রক্ত দিয়ে জীবন দিয়ে
দিয়ে গেছে যারা দেশ
ইচ্ছেমত করিস না কেউ
তাদের উপহার শেষ!!!!