৩৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকআলমপুর বিশ্বাসপাড়া গ্রামের একটি আম বাগানে গত বুধবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ মেহেদী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই গ্রামের গোলাম ফারুকের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল জানান, বুধবার গাঁজা বিক্রির গোপন খবরে বুধবার দিবাগত রাত সোয়া নয়টায় ওই আমবাগানে অভিযান চালানো হয়। এসময় গাঁজাসহ গ্রেপ্তার হন মেহেদী। এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।