ঈদের সিনেমার শুটিং শেষ করলেন সালমান

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

মাঝখানে করোনাকালে ছন্দপতন ঘটে। আসি আসি করেও অনেকগুলো ছবি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেনি। সেগুলোর কয়েকটি আবার চলে যায় ওটিটি প্ল্যাটফর্মে। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে সরাসরি বড় পর্দায় হাজির হবেন বলিউড সুপারস্টার সালমান খান।

আগামী বছর ঈদে সালমান হাজির হচ্ছেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি নিয়ে। শনিবার (৩ ডিসেম্বর) টুইটারে এই ছবির শুটিং শেষের কথা ঘোষণা করেন সালমান। শুটিং সেটের ছবি শেয়ার করে সালমান লেখেন, ‘শুটিংয়ের কাজ শেষ। আগামী বছর ঈদে দেখা হচ্ছে।’

ছবিতে প্রিন্টেট কালো জ্যাকেট আর লম্বা চুলে পাওয়া গেল সালমান খানকে। গত কয়েকদিন ধরেই মুম্বাইয়ে এই ছবির শেষ অংশের শুটিং সারছিলেন ‘দাবাং’ অভিনেতা। দুদিন আগে সেট থেকে লুঙ্গিতে সালমানের ছবিও নেটমাধ্যমে ভাইরাল হয়। এই ছবিতে একদম নতুন অবতারে ধরা দেবেন তিনি। লম্বা চুল আর দাড়ি-গোঁফে একদম পুরুষালি চেহারায় সুদর্শন সালমানের লুক দেখে আগেই ঘায়েল ভক্তরা।

এই ছবিতে শুধু অভিনেতা নন, প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন সালমান। করোনাকালে বক্স অফিসে সালমানের সিনেমা বলতে কেবল ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। তাও এই ছবির প্রধান ভূমিকায় ছিলেন অভিনেতার ভগ্নিপতি আয়ুশ শর্মা। ফের একবার মারকাটারি অ্যাকশন মুডে পাওয়া যাবে সালমানকে।

উল্লেখ্য, ফরহাদ সামজি পরিচালিত এই সিনেমায় সালমান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতি প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন