সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত জুবিন নটিয়াল

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

দুর্ঘটনার শিকার হলেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। সিঁড়ি থেকে পা পিছলে পড়ে কনুই আর পাঁজরের হাড় ভেঙে গিয়েছে তার। চোট পেয়েছেন মাথাতেও। সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

হাসপাতাল সূত্রে খবর, জুবিনের ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছে। দৈনন্দিন কাজে আপাতত সেই হাত ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। শুক্রবারই ছুটি দেওয়া হবে গায়ককে। সম্প্রতি ‘মানিকে মাগে হিতে’র জনপ্রিয় গায়িকা ইয়োহানির সঙ্গে ‘তু সামনে আয়ে’ গেয়েছেন জুবিন। সেই গানও মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের। শুটিং হয়েছিল লাদাখে, ভিডিওটিও জনপ্রিয় হয়।

গত কয়েক বছরে বলিউডের অন্যতম লিডিং প্লে-ব্যাক সিঙ্গার জুবিন নটিয়াল। ‘লুট গায়ে’, ‘মাস্ত নাজারো সে’, ‘তুম হি আনা’, ‘রাতাঁ লাম্বিয়া’র মতো অজস্র হিট গান রয়েছে তার ঝুলিতে। সম্প্রতি ইয়োহানির সঙ্গে ‘থ্যাঙ্ক গড’ ছবির জন্য ‘মানিকে মাগে হিতে’ গানটিও গেয়েছেন জুবিন।

কোনো ফিল্মি কাহিনির চেয়ে কম রোমাঞ্চক নয়, ইন্ডাস্ট্রিতে জুবিনের সফর। ২০১১ সালে রিয়েলিটি টিভি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’তে অডিশন দিয়েছিলেন জুবিন নটিয়াল। সেই শোতে শুরুতেই রিজেক্ট হন গায়ক। এ আর রহমানের পরামর্শ বদলে দিয়েছিল জুবিনের ভাগ্য। প্রীতমের সুরে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে গান গেয়ে চর্চায় উঠে আসেন জুবিন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

গত সপ্তাহে দুবাইয়ের এক লাইভ কনসার্টে গাওয়ার পর জুবিন বলছিলেন, ‘দর্শক-শ্রোতাদের বিনোদন দিয়ে যাওয়ার মধ্যেই আমার আনন্দ। আমার অনুরাগীদের ভালো রেখে যেতে পারব আশা করি।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন