চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে টাস্কফোর্স ও বিজিবি’র দু’টি পৃথক অভিযানে চোরাচালানকৃত ১ কেজি ৪৫০ গ্রাম হেরোইন,৩৯ বোতল বিদেশী মদ ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ হয়েছে। তবে এসব ঘটনায় কেউ আটক হয় নি। সোমবার (১৪ নভেম্বর) ও গত রোববার (১৩ নভেম্বর) এসব অভিযান চালানো হয়। অভিযানে জব্দ মাদকদ্রব্যের মূল্য ২৯ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্নেল আমীর হোসেন মোল্লা বলেন, গত রোববার দিবাগত রাত ১টার দিকে সোনমসজিদ সীমান্তের তোহাখানা নামক স্থানে টাস্কফোর্স অভিযান চালানো হয়। অভিযানে জব্দ হয় ১ কেজি ৪৫০ গ্রাম হেরোইন,১৪ বোতল বিদেশী মদ ও ২৫ বোতল ফেনসিডিল। অভিযানে অংশ নেয় বিজিবি,আনসার ও উপজেলা প্রশাসনের দু’জন শীর্ষ কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট)। এর আগে গত রোববার রাত পৌনে ১০টার দিকে চকপাড়া সীমান্তের নামোচকপাড়া নামক স্থানে বিজিবির অভিযানে জব্দ হয় ২৫ বোতল বিদেশী মদ।
বিজিবি জানায়, চোরাচালানবিরোধি এসব অভিযানের ব্যাপারে পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন