মঞ্চের পেছনে পড়ে অভিনেত্রীর করুণ মৃত্যু

gbn

 জিবিনিউজ24ডেস্ক//    

মঞ্চের পেছনে পড়ে করুণ মৃত্যু হয়েছে ব্রিটিশ অভিনেত্রী জোসেফাইন মেলভিলের। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে নটিংহ্যামে ‘নাইন নাইট’-এর একটি প্রযোজনায় অংশগ্রহণের পর মঞ্চের পেছনে পড়ে গিয়ে মারা যান এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৬১ বছর। 

নটিংহাম প্লেহাউস এবং লিডস প্লেহাউসের একটি সহ-প্রযোজনা ছিল নাটকটি। যেটিতে অংশগ্রহণ করেছিলেন মেলভিল। মঞ্চের পেছনে পড়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা কর্মীদের সহায়তা এবং এক দর্শকদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পেলেও ঘটনাস্থলেই মারা যান তিনি।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নটিংহাম প্লেহাউস। তবে তাৎক্ষণিকভাবে অভিনেত্রীর মৃত্যুর কোনো কারণ প্রকাশ করা হয়নি। এদিকে, মেলভিলের মৃত্যুর পর নাটকটির সব প্রদর্শনী বাতিল করা হয়েছে।

জানা যায়, মেলভিলের জন্ম এসেক্সে। দীর্ঘদিন ধরে চলমান ব্রিটিশ নাটক ‘ইস্টএন্ডারস’-এ ১৯৮৬ সালে ‘টেসা পার্কার’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এর আটটি পর্বে দেখা গেছে তাকে। ২০০৫ সালে বিবিসির নাটকে ‘এলি রাইট’ চরিত্রে আবার অভিনয় করেন তিনি। ‘দ্য বিল’, ‘প্রাইম সাসপেক্ট’ এবং ‘ক্যাজুয়ালটি’তে অভিনয়ের জন্য বিখ্যাত মেলভিল। চলতি বছরের শুরুতে এলা হেন্ডারসনের একক গানের ভিডিওতে দেখা গেছে তাকে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন