তরিক মৃধার কণ্ঠে ‘দমাদম মাস্ত কালান্দার’

gbn

  জিবিনিউজ24ডেস্ক//  

উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লার কণ্ঠে ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটি শুনেননি বাংলাদেশে এমন শ্রোতা খুব কমই পাওয়া যাবে। পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বহু গায়ক-গায়িকাই গানটি গেয়েছেন। এবার গাইলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধাবী গায়ক তরিক মৃধা।

২০ অক্টোবর ইউটিউবে ‘কিং থিয়েটার’ চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে। বুল্লেহ্ শাহর লেখা ও সুর করা গানটির নতুন সংগীতায়োজন করেছেন এম এ রহমান। ‘ফোকবাজ’ প্রজেক্টের এই কাজটির জন্য ভালো সাড়াও পাচ্ছেন এই তরিক।

তরিক মৃধা বলেন, “এই কাজটি অনেকটা সাহস নিয়েই করা। আমি ভীষণ উচ্ছ্বসিত। এক্সপেরিমেন্ট করতে আমার বরাবরই ভালো লাগে৷ যেহেতু এই গানটি সারা বিশ্বেই ব্যাপকভাবে জনপ্রিয়। তাছাড়া সুফি গান করেন পৃথিবী বিখ্যাত এমন সব শিল্পীরাই বলা যায় তাদের নিজস্ব একটি ভার্সন রাখেন গানটির৷ আমার সেই ইচ্ছা পূর্ণ হলো এম এ রহমান ভাই এবং ফোকবাজ প্রজেক্টের মাধ্যমে।”

তিনি আরও যোগ করেন, ‘আমরা দীর্ঘদিন সময় নিয়ে গানটির সংগীতায়োজন করেছি৷ এই গানের বেশ কিছু অ্যাকুস্টিক মুম্বাই থেকে বাজিয়ে এনেছি। আমাদের চেষ্টা ছিল শতভাগ, যেন মানুষের এত প্রিয় গানটা নষ্ট না হয়৷’

জানা যায়, পাকিস্তান আমলে (৫০-৬০-এর দশকে) সিন্ধ অঞ্চলের জামশোর জেলার সেহওয়ান নামে একটি গ্রামে ওসমান মারিন্দির মাজার ছিল। অনেকটা লালনের মতো। একদিন সেখানে মরুভূমির মধ্য থেকে উঠে এসে এক জিপসি বালিকার একটি উর্দু গান (পাঞ্জাবি বুনিয়াদি গান)। রেডিও পাকিস্তান গানটি ধারণ করে রাখে। বালিকাটি যেভাবে সহসা এলো তেমনি সেভাবে হারিয়েও গেল। তবে রয়ে গেছে সেই গান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন