সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তালা উপজেলা সদরের মাঝিয়াড়ায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন। তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব বিষয়ক সম্পাদক শেখ শাখায়াতুল করিম পিটুল, কলারোয়া উপজেলা জাপার সভাপতি মশিউর রহমান, তালা উপজেলা সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক শেখ আমিনুর রহমান ফিরোজ, ছাত্র সমাজের সভাপতি কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেলসহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠাণ
পরিচালনা করেন জেলা ছাত্র সমাজের সাংগঠণিক সম্পাদক হাসান আলী বাচ্চু। বক্তারা বলেন, জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। আগত জাতীয় নির্বাচনকে ঘিরে এখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। কোন ষড়যন্ত্র করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দমিয়ে রাখা যাবে না। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি প্রস্তুত রয়েছে। সম্মেলনে তালা উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিতি ছিলেন।##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন