গ্রিস প্রতিনিধি ॥
পবিত্র মহরম মাসে ইউরোপের দেশ গ্রিসে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে এথেন্সের ওমোনিয়ায় হযরত আবু হুরায়রা (রাঃ) জামে মসজিদে উক্ত সম্মেলনে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত হন।
এতে প্রধান অতিথি ছিলেন- উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর সুযোগ্য নাতি লেখক ও গবেষক  মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী।
মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ জিহাদীর সভাপতিত্বে আরো বয়ান পেশ করেন- জার্মানের বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন সিরাজী। শেষে দেশ ও প্রবাসে অবস্থানকারী সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আব্দুল কুদ্দুস, কমিউনিটি নেতা আহসান উল্লাহ হাসান, ফারুক মিয়া, আব্দুল করিম, শফিক মিয়া, আইয়ুব আলী, মুকলেছুর রহমান, আশরাফ উদ্দিন ঠাকুর টিপু, বারিক হোসেন তালুকদার রাসেল, আব্দুর রাজ্জাক টিটু, উরুস আলী,  আব্দুর রহীম কালা মিয়া প্রমুখ।
 
                            
                             
                                                                                                
 
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন