চবিতে ছাত্রী যৌন নিপীড়ন সামাজিক অবক্ষয়ের নমুনা : জাতীয় নারী আন্দোলন

gbn

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী যৌন নিপীড়ন সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের নমুনা বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নারী আন্দোলনের সভাপতি মিতা রহমান বলেন, এই সকল যৌন হযরানী সঠিক বিচার না হবার কারণেই ক্রমান্বয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

শনিবার (২৩ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নারী আন্দোলনের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিকভাবে প্রভাবশালী শিক্ষকরা ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত না করে বরং তা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। যা অপরাধিদের অপরাধ করায় উৎসাহিত করে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রশাসনের। প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটেছেই। এ অবস্থা বন্ধ করতে না পারলে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাবে।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ৪জনকে গ্রেফতার করায় র‌্যাব-৭কে দন্যবাদ জানিয়ে বলেন, এখন খেয়াল রাখতে হবে কোভাবেই যাতে এই অপরাধিরা পার পেয়ে না যায়। প্রশাসনকে তাদের দৃষ্টান্তশূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন নারী আন্দোলনের সাধারণ সম্পাদক নাজমা রহমান, সহ-সভাপতি জীবন নাহার, যুগ্ম-সম্পাদক আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক কাকলি রহমান, কেন্দ্রীয় নেত্রী কবি আইরিন আক্তার দিবা, তাহমিনা রহমান, আফরোজা আক্তার প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন