বন্যায় জুড়ীতে যান চলাচল সীমিত, বেড়েছে ভাড়া

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

মৌলভীবাজারের বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়ক,জুড়ী -গোয়ালবাড়ী সড়কের বিভিন্নস্থান দিয়ে এখনও বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়কের কিছুস্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে।

পানি ঢুকে অনেক যানবাহন বিকল হয়ে পরছে। যার কারণে চালক-যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সুযোগে যানবাহন চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করছেন।

সম্প্রতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে পানিতে তলিয়ে যায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়ক, জুড়ী- গোয়ালবাড়ী সড়কের বিভিন্ন স্থান। পানি কমতে শুরু করায়  সড়কের কিছু স্থান থেকে পানি নেমে গেছে।

তবে এখনও জুড়ী উপজেলার বাছিরপুর, চাক্কাটিলা,মুমিত আসুক চত্বর থেকে জুড়ী বাজারের রাস্তা,পোস্ট অফিস রোডের রেল লাইনের দুই পাশ, ভোগতেরা, ভূয়াই, গরের গাও এলাকায় রাস্তায় পানি রয়েছে। এতে সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। বেশির ভাগ সিএনজি চালিত অটোরিকশা, ব্যক্তিগত মোটর সাইকেল বন্ধ হওয়ায় মিনিট্রাক,বাসে করে মানুষ যাতায়াত করে।জুড়ী থেকে গোয়ালবাড়ী রাস্তায় ও ট্রাক এবং বাস চলাচল করে।দ্বিগুন থেকে তিনগুন ভাড়া আদায় করতে দেখা যায় এসব গাড়িতে।

সরেজমিন দেখা গেছে, এসবস্থানে কোথাও হাঁটু পানি। কোথাও হাটুর নিচে পানি। পানি মাড়িয়ে মানুষজন চলাচল করছেন। ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। তবে ছোট যানবাহন খুবই কম চলাচল করছে। যেগুলো চলছে সেগুলোতে পানি ঢুকে বিকলও হচ্ছে। এতে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। কিছুস্থানে পানি নেমে যাওয়ায় বড় বড় গর্ত বের হয়েছে।

অটোরিকশা চালক ফারুক, আইয়ূব মিয়া বলেন, ‘বন্যার পানি উঠার পর গাড়ি বের করতে পারি না।রাস্তায় পানি থাকার কারণে গাড়ির ইন্জিনে পানি ঢুকে যায়।

জাঙ্গিরাই মাদ্রাসার সামনে আরিফ হোসেন  নামের এক পথচারী বলেন,এখানে বড় বড় কয়েকটি গর্ত হয়েছে।পানি থাকায় গর্তগুলো দেখা যায় না,তাই গাড়ি গুলো পড়ে যায়।পরে কয়েকজন মানুষের ধাক্কায় (সহযোগিতায়) গাড়ি গর্ত থেকে তোলা হয়। প্রায় সময় এখানে দূর্ঘটনা ঘটছে।

জুড়ী থেকে কুলাউড়া গামী কয়েকজন যাত্রীর সাথে কথা বললে তারা জানান,কুলাউড়া পর্যন্ত ভাড়া ত্রিশ টাকা হলে ও এখন নেওয়া হচ্ছে ৫০-৬০ টাকা। ভোগতেরা পর্যন্ত ৫ টাকার ভাড়ার স্থলে নেওয়া হচ্ছে ২০ টাকা।

জুড়ী থেকে নওয়াবাজার ভাড়া ২০ টাকার স্থলে ট্রাকে নিচ্ছে ৫০ টাকা।বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে বলে ও জানান অনেক যাত্রী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন