ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার অহিদুজ্জামান রিওনের অকাল মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগাড়ী ক্লাষ্টারের আয়োজনে ২৩ জুন বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেঙ্গুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেণি কক্ষে অনুষ্ঠিত শোক সভা ও মিলাদ মাহফিলে সমবেত হয় উপজেলা ও কিশোরগাড়ী ক্লাষ্টারের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা,শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার অহিদুজ্জামান রিওন মরনব্যাধি কিডনী রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় দেশ-বিদেশ ব্যয়বহুল চিকিৎসার সর্বচেষ্টা ব্যর্থ করে সম্প্রতি গত ৩ জুন শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অকালে মৃত্যু বরন করেন।তার জীবনদশায় রেখে যান স্ত্রী,সন্তান,বন্ধু-
বান্ধবসহ কর্মরত সহকর্মী অফিসার-শিক্ষক/শিক্ষিকা ছাড়াও অসংখ্য গুনগ্রাহী।মরহুম ছিলেন একজন নম্র,
ভদ্র,সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি।রেখে গেছেন অনেকের মাঝে অসংখ্য স্মৃতি।
মরহুমের অকাল মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দো'আ মোনাজাত কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম,ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,
সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজার রহমান,
ফিরোজ কবির,শফিকুল ইসলাম, হান্নান,ফেরদৌসী,প্রধান শিক্ষক শাহেদার রহমান,কাজল,মোকলেছার রহমান মিলন,আতিকুর রহমান,সাকিদুল ইসলাম,মিথুন মন্ডলসহ অত্র ক্লাস্টারের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
দো’আ পরিচালনা করেন,হাফেজ মোঃ শাফি।
শেষে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন